কলকাতানিউজ

আগামী ৭ মার্চ ঘোষণা হতে পারে পুরসভা নির্বাচনের দিনক্ষণ

Advertisement

আগামী ৭ মার্চ কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, সব ঠিক থাকলে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হবে ১৫ এপ্রিল, বুধবার। অর্থাৎ ২ বৈশাখ। তবে অন্য একটি সূত্রের দাবী, ভোট হতে পারে ১৯ এপ্রিল। তবে আরও একটি সূত্রে জানা গিয়েছে, এক্ষুণি বাকি পুরসভাগুলিতে নির্বাচন হবে না। রমজান মাস শেষ হওয়ার পর অর্থাৎ জুন মাসে হতে পারে।

তবে বিরোধীরা কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হলেও তার ফলাফল যাতে ঘোষণা করা না হয় এবং সমস্ত পুরসভার ভোট গণনা যাতে একই সঙ্গে হয় সেই দাবি তুলতে পারেন। যেই দাবিটি সঙ্গত মনে হতে পারে আদালতেরও। তাই কলকাতা ও হাওড়া পুরসভার ভোটে জিতে তারপর বাকি পুরসভায় ভোট করানোর সুযোগ থাকছে না।

আরও পড়ুন : উত্তাল লোকসভা, ৭ কংগ্রেস সাংসদকে বরখাস্ত করলো স্পিকার

সেই কারণেই, বাকি পুরসভায় ভোট হবে রমজান মাসের পর। তারফলে কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার পর সেখানে ফলাফল ঘোষণায় বাধা থাকবে না। তার পর সেই সাফল্য নিয়ে গোটা রাজ্যে একটা আবহ তৈরি করে বাকি পুরসভায় ভোট করানো যেতে পারে।

তবে বিরোধীরা বলছে অন্য কথা। তাদের মতে তৃনমুল জেলার পুরসভার ভোটগুলি আগে করাতে ভয় পাচ্ছে। কারন গত লোকসভা ভোটেই অনেক আসন হারিয়েছে তারা এবং সেই আসন দখল করেছে বিজেপি। সেই কারনে তারা বারংবার মত পাল্টাচ্ছে।

Related Articles

Back to top button