টানা দুদিন দাম কমলো পেট্রোল ডিজেলের। গতকালের তুলনায় আজ পেট্রোলের দাম কমেছে ১৪-১৬ পয়সা এবং ডিজেলের দাম কমেছে ১৩-১৪ পয়সা। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৭৩.৮২ পয়সা, যা কমেছে প্রতি লিটারে ১৪ পয়সা। পেট্রোলের পাশাপাশি দাম কমেছে ডিজেলেরও। ডিজেলের দাম প্রতি লিটারে আজ ৬৬.১৪ পয়সা হয়েছে, যা কমেছে ১৩ পয়সা করে।
শুধু কলকাতাতেই নয়, সারা দেশেই কমেছে পেট্রোল, ডিজেলের দাম। সারা দেশের মধ্যে দিল্লিতে দাম সবচেয়ে কম। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭১.১৪ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৬৩.৮১ টাকা। পেট্রোল ডিজেলের দাম দীর্ঘদিন ধরে একইরকম ছিল, গত দুদিন কমছে পেট্রোল ডিজেলের দাম।
আরও পড়ুন : সোনার দামে ভারী পতন, জানুন আজকের সোনার দাম
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমা বা বাড়ার উপর নির্ভর করে ভারতে জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারে কয়েকদিন ধরেই কমছে পেট্রোল ডিজেলের দাম। তাই ভারতের বাজারেও কমছে জ্বালানি তেলের দাম। এছাড়া ডলারের তুলনায় টাকার দাম বাড়লেও সেটা জ্বালানি তেলের উপর নির্ভর করে। এদিন ডলারের তুলনায় টাকার দাম ৬ পয়সা বাড়ে। ফলে জ্বালানি তেলের দামও কমেছে।