দেশনিউজ

করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১

Advertisement

গোটা বিশ্ব করোনা ভাইরাসে আতঙ্কিত, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা। বিদেশ মন্ত্রক জানিয়েছে ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। ভারতেও ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার নতুন করে একজন আক্রান্ত হয়েছে নোভেল করোনাভাইরাসে। বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩০।

শুক্রবার সকালে আরও এক জনের করোনা ‘পজিটিভ’ রিপোর্ট মেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১জন। এর আগে বৃহস্পতিবারও গাজিয়াবাদের এক ব্যক্তির করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে পরীক্ষায়, ছত্তীসগঢ়ের ওই ব্যক্তিকে নিয়ে আক্রান্তের সংখ্যা ৩০ শুক্রবারে ৩১ হয়ে যায়, দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্কিত সকলেই।

আরও পড়ুন : করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লো বাংলাতেও, বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন ৭

মন্ত্রকের বিশেষ সচিব সঞ্জীব কুমার জানিয়েছেন, নতুন আক্রান্ত হওয়া ব্যক্তি দিল্লির উত্তমনগরের বাসিন্দা। সম্প্রতি মালয়েশিয়া ও তাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন,ওই ব্যক্তির দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। হাসপাতালে ভর্তি করে তাঁকে ‘আইসোলেশন’ বা আলাদা করে রাখা হয়েছে।

ইরানে করোনা হাজার অধিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ।যেসব ভারতীয় ইরানে আটকে পড়েছেন তাঁদের উদ্ধারে ইতিমধ্যেই ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল পৌঁছেছে। ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার পক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে গতকাল জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Related Articles

Back to top button