ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ইতিহাসের পাতায় সোনার দামের রেকর্ড বৃদ্ধি, শেয়ার বাজারের রেকর্ড পতন

Advertisement

মধ্যবিত্তের পক্ষে সোনা কেনা অসম্ভব হয়ে উঠছে। প্রতিদিনই প্রায় সোনার দাম বেড়ে চলেছে। দামের কোনো নিশ্চয়তা নেই , আজ বাড়ছে তো কাল কমছে। শুধু কলকাতাতে নয় , সারা বিশ্বেই সোনার দাম আকাশ ছোঁয়া। ইতিহাসে এই প্রথম বার সোনার দাম বেড়ে ৪৫ হাজারের গণ্ডি পেরল।

আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩,৬৫০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম ৪৫,০৫০ টাকা। পুরো সপ্তাহ জুড়ে সোনার দাম একটু একটু করে বেড়েই চলেছে। মধ্যবিত্তের কপালে হাত। বিয়ের মরশুম সামনে তাও বিক্রি নেই।মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম। সাধারণ মানুষের সাথে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

আরও পড়ুন : আপনি যদি ব্যাঙ্কের গ্রাহক হন, তাহলে এই বিষয়গুলি জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ

অন্যদিকে শেয়ার বাজারের ও টালমাটাল অবস্থা। শুক্রবার একদিকে সোনার দাম ব্যাপক হারে বেড়েছে, আর অপরদিকে শেয়ার বাজারে ধস নেমেছে। আজ সেনসেক্স একধাক্কায় ১৪৫৯.৫২ পয়েন্ট নীচে নামে আর নিফটিনামে ৪৪১.৬০ পয়েন্টে। আজ সেনসেক্স ৩৭,০১১.০৯ পয়েন্ট, আর নিফটি ১০,৮২৭.৪০ পয়েন্ট -এ আসে।

দেশের অর্থনৈতিক বাজারের অবস্থা সংকটময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কবে এই পরিস্থিতি ঠিক হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন মধ্যবিত্ত থেকে লগ্নিকারিরা ও।

Related Articles

Back to top button