Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

করোনা ভাইরাস : চীনে মৃতের সংখ্যা বেড়ে হল ৩০৪২, আক্রান্তের সংখ্যা আশি হাজার

Advertisement

চীনে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩,০৪২ জন। শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮০,৫৫২ জন। চীনের হুবেই প্রদেশের উহান শহর হলো এই নভেল করোনা ভাইরাসের উৎসস্থল। যেখানে বর্তমানে মহামারীর আকার নিয়েছে এই মারণ ভাইরাস। রাস্তাঘাট হয়ে পড়েছে জনশূন্য। দ্রুত ছরিয়ে পড়া এই ভাইরাসকে মোকাবিলা করতে রীতিমতো হিমসিম খাচ্ছে চীনা সরকার।

জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই মারণ ভাইরাস আরও ৩১ টি প্রদেশে ছড়িয়ে গিয়েছে। এশিয়ার অন্তর্গত দেশগুলির স্বাস্থ্য সচীবদের সতর্ক থাকতে বলা হয়েছে। যদিও ভারতে এই ভাইরাসের খোঁজ মিলেছে, যার ফলে ভারত সরকারের কাছে এটি একটি চিন্তার কারন। কেউ বলছেন, যেসব অর্থনৈতিক দিক থেকে দূর্বল দেশগুলি এই মারণ ভাইরাসকে মোকাবিলা করতে পারবে কিনা তা সন্দেহের বিষয়।

আরও পড়ুন : করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লো বাংলাতেও, বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন ৭

চীনে এখনোও পর্যন্ত আক্রান্তের মধ্যে ৫,৭৩৭ জন গুরুতর অসুস্থ, এখনও পর্যন্ত ৩,০৪২ জন মৃতের খবর মিলেছে এবং ৫৩,৭২৬ জনকে হাসপাতাল থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর ফলে আক্রান্ত নতুন ১৪৩ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের।

Related Articles

Back to top button