নিউজরাজ্য

১ কেজি মাংস নিলে মিলবে ২৫০ গ্রাম পেঁয়াজ, ব্যবসার মন্দা কাটাতে অভিনব কৌশল মাংস বিক্রেতার

Advertisement

গোটা বিশ্বে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। ৬০ এর বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই নোভেল ভাইরাস। ভারতেও বেশ কয়েকজনের দেহে এই মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের নজরে রয়েছে আরও বেশ কিছু মানুষ। তার মধ্যে গুজব ছড়িয়েছে, মুরগির মাংসে রয়েছে করোনা ভাইরাস।

সেই খবর দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ায় মন্দা দেখা মাংস ব্যবসায়। মাংসের দামের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি কমেছে স্থানীয় মাংস ব্যবসায়ীদের। ফলে পেটে টান পড়েছে তাদের। তাই ব্যবসার মন্দা কাটাতে অভিনব কৌশল নিল মাংস ব্যবসায়ীরা। ১ কেজি মাংস নিলে বিনামূল্যে দেওয়া হচ্ছে ২৫০ গ্রাম পেঁয়াজ। কেজি প্রতি মাংসের দাম ১০০ টাকা।

আরও পড়ুন : প্রবল বেগে রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টিপাত, সতর্ক বার্তা হাওয়া অফিসের

কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই ছবি ধরা পড়েছে। মাংস বিক্রির মন্দা কাটাতে লাভ না রেখেই এমন উদ্যোগ নিতে বাধ্য হয়েছে বিক্রেতারা। উল্টোদিকে খুশিতে ভরে উঠছে ক্রেতার মন। মাংসের সঙ্গে বিনামূল্যে পেঁয়াজ মেলায় নিজেদের আনন্দ প্রকাশও করছেন ক্রেতারা।

Related Articles

Back to top button