বুধবারই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি এরপর বাংলার হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলবেন তার আগেই সুসংবাদ ঋদ্ধিমান সাহার পরিবারে৷ দ্বিতীয়বার বাবা হলেন তিনি। শুক্রবার তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ পুত্র সন্তানটি ছাড়াও ভারতীয় টেস্ট দলের এই উইকেটকিপার ব্যাটসম্যানের সাত বছরের একটি মেয়ে আছে৷
রবিবার রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনাল খেলবে বাংলা৷যদিও এদিন বাংলা দল ফাইনাল খেলতে রাজকোট চলে গেছে তবে ঋদ্ধিমান শনিবার রাতে তাদের সঙ্গে যোগ দেবেন৷
আরও পড়ুন : পরপর পাঁচ বলে পাঁচটা ছয়, IPL-এর আগে গর্জে উঠলেন ধোনি
এই মুহূর্তে দেশের এক নম্বর এই উইকেটকিপার দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন গত বছর নভেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে দেশের প্রথম দিন-রাতের টেস্টে খেলতে গিয়ে আঙুলে চোট পান তিনি। যদিও চোট সারিয়ে নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তবে একাদশের মধ্যে তাকে না রেখে, দুটি টেস্টেই ঋষভ পন্থকে খেলিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট।
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে কর্নাটককে ১৭৪ রানে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে বাংলা।এবারের চলতি মরশুমে প্রথমবার বাংলার হয়ে মাঠে নামবেন ঋদ্ধি।ফাইনালে উইকেটের পিছনে থাকার পাশাপাশি তার ব্যাটের দিকেও তাকিয়ে বাংলা৷