Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হার্দিক পান্ডিয়ার এক পায়ে দাঁড়িয়ে ছয় মারার ভিডিও ভাইরাল

গত বছর বিশ্বকাপের পর থেকে কোমরের অস্ত্রপচারের জন্য মাঠের বাইরে তিনি। সেই চোট সারিয়ে মাঠে ফিরেই স্বমহিমায় ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ডিওয়াই পাটিল টি টোয়েন্টি কাপের গ্রূপ পর্বের ম্যাচে রিলায়েন্স…

Avatar

গত বছর বিশ্বকাপের পর থেকে কোমরের অস্ত্রপচারের জন্য মাঠের বাইরে তিনি। সেই চোট সারিয়ে মাঠে ফিরেই স্বমহিমায় ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ডিওয়াই পাটিল টি টোয়েন্টি কাপের গ্রূপ পর্বের ম্যাচে রিলায়েন্স ওয়ানের হয়ে করেছিলেন ৩৯ বলে ১০৫ রান। গতকাল তিনি ৫৫ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন বিপিসিএল এর বিপক্ষে। গতকালের তার সেই ইনিংসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শিবম দুবের বলে হার্দিক মাত্র এক পায়ে দাঁড়িয়ে একটি ছয় মারছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়াতে তা ভাইরাল হয়ে যায়।

ম্যাচের তখন ১৮ তম ওভার চলছে। বিপিসিএলের শিবম দুবে বল করছেন। হার্দিক ব্যাট করছিলেন ৪৩ বলে ১১৯ রানে। ওভারে যাতে ছয় না খেতে হয় তার জন্য দুবে বলটি আউটসাইড অফস্ট্যাম্পে করেন। কিন্তু হার্দিক মিডল লেগের স্ট্যান্ট নেওয়া অবস্থা থেকে অফে সরে গিয়ে একপায়ে দাঁড়িয়ে কভারের উপর থেকে বলটি বাউন্ডারির ওপারে ফেলে দেন। মাত্র এক পায়ে দাঁড়িয়ে তার এই ছয় মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই তা ভাইরাল হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পরপর পাঁচ বলে পাঁচটা ছয়, IPL-এর আগে গর্জে উঠলেন ধোনি

সবচেয়ে অবাক করার বিষয় হলো, শটটি মারার সময় হার্দিক ডান পায়ের উপর শরীরের সমস্ত বড় দিয়ে দাঁড়িয়েছিলেন। যেটা একজন ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে খুবই কঠিন। কিন্তু এই কঠিন কাজটিই অতি সহজে করে দেখিয়েছেন হার্দিক। বিশ্বকাপের পর থেকে চোটের জন্য জাতীয় দলের বাইরে, সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজেও পুরোপুরি ফিট না হওয়ার জন্য বাদ পড়েছেন দল থেকে। তবে এই মুহুর্তে তিনি যে একেবারেই ফিট তা বুঝিয়ে দিয়েছেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে নির্বাচকদের যে তার কথা ভাবতেই হবে এই ইনিংসে তা বুঝিয়ে দিলেন হার্দিক।

Untitled from Cricket Fan on Vimeo.

About Author