দেশনিউজ

করোনা আতঙ্ক : বন্ধ রাখার নির্দেশ তাজমহল দর্শন

Advertisement

করোনার আতঙ্ক সারা দেশে। কেন্দ্র থেকে রাজ্য সরকার করোনার হাত থেকে রেহাই পাবার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এবার নোভেল করোনা ভাইরাসের আতঙ্কের জন্য তাজমহল বন্ধ রাখতে অনুরোধ করল আগ্রা প্রশাসন। আগ্রার মেয়র কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাজমহল সহ দেশের অন্যান্য ঐতিহাসিক স্মৃতি সৌধ গুলি দর্শনের জন্য বন্ধ রাখা হোক।

অপরদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। বৈঠকে করোনা ভাইরাস নিয়ে আলোচনার সাথে এই ভাইরাস সংক্রমনের হাত থেকে বাঁচার জন্য কি কি করনীয় সেটাও আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন : ‘গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ নিন’, করোনা আতঙ্কে বিশেষ বার্তা মোদীর

প্রসঙ্গত, করোনা ভাইরাসের জন্য এইবছর শান্তিনিকেতনের বসন্ত উৎসব বাতিল করে দিয়েছে ইউজিসি। করোনার জেরে সারা বিশ্বের অবস্থা শোচনীয়। এই সংক্রমণের হাত থেকে মুক্তির উপায় খুঁজছে বিশ্বের প্রতিটি দেশ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ এসে দাঁড়িয়েছে। আর চিনে করোনাতে মৃতের সংখ্যা প্রায় ৩০০০ এর ও বেশি। আগামী দিনে আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Related Articles

Back to top button