শনিবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ ছিল মেঘলা, তার মধ্যেই ঝড়ের আগাম পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা থাকলেও সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এরই মধ্যে ৩০-৪০ কিমি বেগে আসতে পারে ঝড়, এমনই পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিন শনিবার, শহর কলকাতার সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সকাল থেকে আকাশ মেঘলা ছিল, এবার রাতের দিকেও আংশিক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.০ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সর্বকালীন রেকর্ড সোনার দামে, বাড়ল রুপোর দামও
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ যথাক্রমে ৯৬ শতাংশ। তবে হাওয়া অফিস সূত্রে খবর, এই বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। পশ্চিমী ঝঞ্জা ও ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টির জের। বৃষ্টি চলবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া যার গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে দার্জিলিং সহ পাঁচ জেলায় বৃষ্টি চলবে। যার ফলে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। ব্যাপক বৃষ্টি সহ তুষারপাত হবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে।