মহিলা বিশ্বকাপ ফাইনাল : প্রথমবার ট্রফি জিততে ভারতের সামনে টার্গেট ১৮৫
মহিলা বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। টসে হেরে প্রথমে বল করতে নামে ভারতের মেয়েরা। প্রথমবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে এখন ভারতের মেয়েদের সামনে টার্গেট ১৮৫ রান। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন অস্ট্রেলিয়ার মেয়েরা। প্রথম উইকেটে অস্ট্রেলিয়ার দুই ওপেনার এলিস হিলি এবং বেথ মুনি ১১৫ রান যোগ করেন।
রাধা যাদবের বলে হিলি আউট হওয়ার পর রান তোলার গতি একটু কমে। কিন্তু শেষ পর্যন্ত অন্য ওপেনার বেথ মুনি থাকায় অস্ট্রেলিয়া ১৮৪ রান তুলতে সমর্থ হয়। ভারতের হয়ে দুটি উইকেট নেন দিপ্তী শর্মা, একটি করে উইকেট নেন পুনম যাদব এবং রাধা যাদব। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন বেথ মুনি (৭৮), এলিসা হিলি করেন ৭৫ রান। ভারতের মেয়েরা এই টার্গেট তুলে ম্যাচ জিততে পারেন কিনা এখন সেটাই দেখার।
রান চেজ করতে নেমে শুরুতেই এক উইকেট হারিয়ে চাপে ইন্ডিয়া। ব্যক্তিগত ২ রানের মাথায় মেগান স্কটের বলে আউট হয়ে গিয়েছেন শেফালী ভার্মা।