Today Trending Newsকলকাতানিউজ

করোনা ভাইরাস : কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি আরও ১

Advertisement

রেহাই নেও কোথাও, সর্বত্র একটাই আতঙ্ক,করোনা ভাইরাস। ধীরে ধীরে ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার যেই সংখ্যা ছিল ৩৪ রবিবার তা বেড়ে হয় ৩৯। রবিবার করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছে মু্র্শিদাবাদের এক যুবক। এদিন সে সৌদি আরব থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং এত পর হালকা জ্বর এবং সর্দি ধরা পড়ায় তাকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়।

তাঁকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রেখে তার রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। রিপোর্ট দেখে শুরু হবে চিকিৎসা।  এই ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে তাই রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালেই নেওয়া হচ্ছে করোনা ভাইরাস মোকাবিলায় যথোপযুক্ত ব্যবস্থা।

আরও পড়ুন : একই পরিবারের পাঁচজন, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯

রাজ্যের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়া হবে চিকিৎসক, নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীদের। এছাড়াও হাসপাতালগুলিতে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। স্বাস্থ্যকর্মীদের পরামর্শ দেওয়া হয় কোন কোন উপসর্গে রোগীকে পর্যবেক্ষণে রাখা গুরুত্বপূর্ণ। সৌদি আরব থেকে আসা এই যুবক ছাড়াও বেলেঘাটা আইডি তে করোনা সন্দেহে আরও একজন ভর্তি আছে।

Related Articles

Back to top button