অফবিট

দুর্ঘটনায় হারিয়েছে হাত এবং পা, মানসিক জোরে চালিয়ে যাচ্ছে নিজের পড়াশোনা

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : আমরা অনেকেই বলে থাকি স্বপ্ন কখনো সত্যি হয় না। কিন্তু আপনার যদি মন থেকে ইচ্ছা থাকে এবং আপনি যদি তার জন্য সঠিক পরিশ্রম করেন , আপনি ঠিক একদিন আপনার স্বপ্নে পৌঁছতে পারবেন। মাত্র ১৩ বছর বয়সে সে তার দুই হাত এবং পা হারিয়েছে। তিনি হলেন গুজরাটের শিভাম সোলাঙ্কি। তার এমন দুর্ঘটনা হয়ে যাবার পরে সে কিন্তু তার মনের জোর থেকে এতোটুকু পিছপা হয়নি।

কিভাবে কনুই এর সাহায্যে পড়াশোনা করতে হয় তা তিনি ভাল ভাবে রপ্ত করে নিয়ে, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন। শিভাম নিজের উপরে খুব আশাবাদী এবং তার মতে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা তার আরো ভালো হবে। এ প্রসঙ্গে শিভামের বাবা-মার বক্তব্য ছেলের পড়াশোনার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যথেষ্ট সাহায্য করেছেন।

আরও পড়ুন : গ্রাম থেকে বিদেশে পাড়ি, বিশ্ববাজারে বিক্রি হচ্ছে ৮০ বছরের বৃদ্ধের আঁকা ছবি

শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি তার মনের জোর কেও কুর্ণিশ জানাতে হয়। এমন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে কিন্তু পিছপা হননি। উল্টে আরো ভালো করে, কি করে পড়াশোনা করে শুধুমাত্র কনুইয়ের দ্বারা রপ্ত করা যায় সেটা তিনি ভাল করে শিখে নিয়েছেন। এমন মনের জোর থাকলে তিনি একদিন নিশ্চয়ই তার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারবেন।

Related Articles

Back to top button