টেক বার্তা

শুধু বৃষ্টি নয়, আকাশ থেকে পড়ছে জ্বলন্ত গোলা, আতঙ্কে সাধারন মানুষ

Advertisement

আগুন দেখলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, আর তা যদি পড়ে আকাশ থেকে তাহলে মানুষের আতঙ্ক আরও তীব্র রূপ ধারণ করে। সম্প্রতি আকাশ থেকে আগুনের গোলা ঝড়ে পড়ার ঘটনায় তীব্র আতঙ্কিত হয় গাজিয়াবাদের বাসিন্দারা।

বুধবার যখন প্রবল বৃষ্টি হয় আকাশ থেকে বৃষ্টির ফোটার সাথে এক বিরাট আগুনের গোলা ধেয়ে এসে রেল স্টেশনের নিকট বিকট শব্দ করে আছড়ে পড়ে। এমন ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পরে,ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হলে দমকল সেখানে পৌঁছয় এবং অনেকক্ষণ চেষ্টার পড়ে জ্বলন্ত বস্তুটিকে নেভায় দমকলকর্মীরা।

আরও পড়ুন : ২০২১ সালে চাঁদে পাড়ি দেবে চন্দ্রায়ণ ৩, বড় ঘোষণা কেন্দ্রের 

ভূতত্ত্ববিদ এস সি শর্মা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করেন। জানা যায়  সোডিয়াম মৌল দিয়ে তৈরি এই বস্তুটি জ্বলতে শুরু করে জলের সংস্পর্শে এসে। বিশদে বস্তুটির ব্যপারে জানতে লখনউয়ের ল্যাবে পাঠানো হয়েছে ওই বস্তুটি।

Related Articles

Back to top button