সোমবার দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে কংগ্রেস। কেন্দ্রকে কটাক্ষ করে কংগ্রেসের দাবি, ভারতীয় অর্থনীতি যেভাবে নিম্নমুখী হচ্ছে, একের পর এক অর্থনৈতিক সংস্থাগুলো যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে তাতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর নির্বাচনী প্রতীককে পদ্ম থেকে পরিবর্তন করে ‘তালা’ করা উচিত।
এই প্রসঙ্গে প্রতি বছর বিজেপির স্লোগান পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে কংগ্রেস। বিজেপি বছরের পর বছর নিজেদের স্লোগান বদলে যাচ্ছে এই অভিযোগ তুলে কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, “২০১৪ সালে, বিজেপির ভারতীয় জনতার প্রতি স্লোগান ছিল ‘১৫ লক্ষ লেলো ‘, ২০১৮ সালে তা ‘পকোড়া লেলো’তে পরিবর্তিত হয়েছিল এবং ২০২০ সালে এসে ভারতের জনগণের জন্য বিজেপির নতুন স্লোগান হয়েছে ‘তালা লেলো।”
আরও পড়ুন : প্রিয়াঙ্কা গান্ধীর থেকে ২ কোটি টাকা দিয়ে ছবি কিনেছিলেন ইয়েস ব্যাংকের কর্ণধার
কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত একটি রিপোর্টে দেখানো হয়েছে যে, চলতি অর্থ বছরের তৃতীয় পর্বে জিডিপি প্রবৃদ্ধি ৪.৭ শতাংশে নেমে গেছে। যার ফলে মোদী তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে মোদী সরকারকে। কংগ্রেস অবশ্য সরকারের এই দাবী প্রত্যাখ্যান করেছিল। তাদের দাবি, অর্থনীতির যে বৃদ্ধি সরকার দেখাচ্ছে এবং দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।