Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথমবার মুম্বাই এসে হোলি খেললেন নিক জোনস, সঙ্গ দিলেন প্রিয়াঙ্কা-ক্যাটরিনা

কৌশিক পোল্ল্যে: দোল উৎসব ভারতবর্ষের একটি গৌরবময় ঐতিহ্য। এই দিন সারা ভারতবাসী একে অপরকে রং লাগিয়ে রঙিন উৎসবে মেতে ওঠেন। যদিও হোলি খেলা এখন বলিউডি তারকাদের কাছে একটি ট্রেন্ড। রংয়ের…

Avatar

কৌশিক পোল্ল্যে: দোল উৎসব ভারতবর্ষের একটি গৌরবময় ঐতিহ্য। এই দিন সারা ভারতবাসী একে অপরকে রং লাগিয়ে রঙিন উৎসবে মেতে ওঠেন। যদিও হোলি খেলা এখন বলিউডি তারকাদের কাছে একটি ট্রেন্ড। রংয়ের প্রলেপে সেজে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এ এক আধুনিক রীতি হয়ে দাঁড়িয়েছে।

সেই ট্রেন্ডেই গা ভাসালেন আন্তর্জাতিক সেলেব দম্পতি নিক জোনস ও প্রিয়াঙ্কা চোপড়া। জনপ্রিয় এই আমেরিকান পপ সিঙ্গারের সঙ্গে 2018 এ বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যদিও হলিউডে তার অবাধ প্রবেশ ‘কোয়ান্টিকো’ সিরিজের নিমিত্তে। এছাড়াও মিস ওয়ার্ল্ড হিসেবে তিনি কুড়ি বছর পূর্ন করলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : গালে নানারকমের রঙ, বসন্তোৎসবে মেতে উঠলেন শ্রীলেখা মিত্র, দেখুন সেই ছবি

এই যুগলকে দেখা গেল আম্বানিদের হোলি ফেস্টিভ পার্টিতে। সাদা রংয়ের পোশাকে উভয়েই আসেন রেড কার্পেটে। এরপরই দোলের উৎসবে মেতে ওঠেন, নিক তার ইনস্টাগ্রামে এই নিয়ে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন। আর সবচেয়ে বেশি আকর্ষক বিষয়, এই ছবিতে তাদের সঙ্গে রয়েছেন আর এক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

যদিও দুই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে যথেষ্ট গুঞ্জন রয়েছে। একে অপরের সঙ্গে কাজ করতে নারাজ ছিলেন উভয়েই। যদিও তাদের মধ্যে দ্বন্দের বিশেষ কোনো কারন ছিল না। একে অপরের কড়া প্রতিদ্বন্দী হিসেবেই তাদের মধ্যে বিভেদের সৃষ্টি হয়। যদিও এই ছবিতে তিনজনকেই খোশমেজাজে দেখা যাচ্ছে। ছবি দেখে স্পষ্টই অনুমান করা যায় উভয়ের মধ্যে তিক্ততা গলে গিয়ে সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে।  সেলেবদের দোল উৎসবের ছবিখানি দেখতে নীচের পোস্টটি অবশ্যই দেখুন।

About Author