কলকাতানিউজ

ট্রেনে মহিলা কামরা লক্ষ্য করে ছোঁড়া হল প্রস্রাব ভর্তি প্যাকেট, হেনস্তার শিকার এক মহিলা

Advertisement

 লোকাল ট্রেনে যাতায়াতের অভিজ্ঞতা যাদের আছে, বা যাদের নিত্যদিন যাতায়াতের মাধ্যম ট্রেন তারা প্রায়শই বহু অভব্যতার সম্মুখীন হন। গতাকাল দোলের দিন এমনই এক বিকৃত ঘটনার সম্মুখীন হয়েছেন সোনারপুরের মহিলা সাংবাদিক। ট্রেনে জানলার পাশে বসে ছিলেন অদিতি দে,তাকে লক্ষ্য করে ছোঁড়া হয় এক প্যাকেট, যা ছিল প্রস্রাবে ভর্তি। এতেই শেষ নয়, এর পর ছোঁড়া হয় ঢিলও। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় পার্ক সার্কাস এলাকায়।

অদিতি দে পেশায় একজন সাংবাদিক। প্রতিদিনই তিনি অফিস থেকে শিয়ালদহ যান, এদিনও ব্যতিক্রম হয়নি, সোমবার তিনি অফিস থেকে বেড়িয়ে শিয়ালদহ এসে  সেখান থেকে ৭.৪৫ মিনিটের ডায়মন্ড হারবার লোকালে উঠে বসেন জানলার ধারে। তিনি জানান পার্ক সার্কাস স্টেশন ছাড়তেই মহিলা কামরা লক্ষ্য করে উড়ে আসে প্রস্রাব ভর্তি প্যাকেট, জানলার ধারে বসার কারনে সেই প্রস্রাব গায়ে লেগে সম্পূর্ণ ভিজে যান তিনি। তার পরে উড়ে আসে ঢিল। সময়মতো না সরে গেলে সেই ঢিলটি তার মাথায় বা চোখে লাগতে পারত।

আরও পড়ুন : ব্রাজিল প্রজাতির মাছ ‘অ্যালিগেটর’ দেখা মিলল বেহালার পুকুরে, মাছ দেখতে স্থানীয়দের ভিড়

তিনি বলেন এটা যে এই প্রথম হল তাই নয়, এ-র আগেও বহুবার ট্রেনের মহিলা কামরার দিকে নোংরা আবর্জনা ছোঁড়া হয়। কিন্তু এর কোন প্রতিকার হয়নি। তাই আজও ঘটে চলেছে এই ধরনের ঘটনা৷

রেল পুলিশকে এই ধরনের ঘটনায় সক্রিয় হতে আবেদন জানিয়ে তিনি প্রশ্ন করেছেন যদি কোনদিন এসবের বদলে অ্যাসিড ছোঁড়া হয়, তাঁর দায় কে নেবে? দোলের দিন তার সাথে এই জঘন্য ঘটনার প্রতিবাদ করে তিনি সম্পূর্ণ ঘটনাটির অভিজ্ঞতা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।

Related Articles

Back to top button