Today Trending Newsদেশনিউজ

মধ্যপ্রদেশে রাজনৈতিক সঙ্কট, কংগ্রেসের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Advertisement

মধ্যপ্রদেশ নিয়ে রাজনৈতিক চর্চা বহুদিন ধরেই চলছে। একের পর এক ঘটনা সামনে আসছে। এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইস্তফা দিলেন। তার সাথে আরো ১৪ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন।

কয়েকদিন আগে কংগ্রেসের ৮ জন বিধায়ককে জোর করে আটক করে রেখেছে বিজেপি এরকম তথ্য সামনে এসেছিলো। সোমবার রাতে আবারো নিখোঁজ হয়েছে ১৬ জন। সেই খবর পাবার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ভোপালে যান।  সেখানে গিয়ে বৈঠক করার পর , সব বিধায়কদের ইস্তফা দিতে বলেন।  আর সেই ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ ও করেন।

আরও পড়ুন : বিধায়কের অভাব, ওড়িশায় রাজ্যসভা ভোটে অংশ নেবে না বিজেপি

আজ সকালে অমিত শাহ-র সাথে দেখা করেন সিন্ধিয়া। এই সাক্ষাৎের পরেই তিনি ইস্তফাপত্র জমা দেন। তার সাথে আরো ১৪ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেন। একসাথে এতজন বিধায়কের পদত্যাগের ফলে সমস্যাতে পড়েছে কংগ্রেস।

সিন্ধিয়ার সাথে আর যারা ইস্তফা পত্র জমা দিয়েছেন, তারা হলেন স্বাস্থ্যমন্ত্রী তুলসী সিলভাত , পরিবহন মন্ত্রী  গোবিন্দ সিং রাজপুত , নারী কল্যাণ মন্ত্রী  ইমারত দেবী , শিক্ষা মন্ত্রী ড. প্রভুরা চৌধুরী প্রমুখরা।  এদের বিজেপি অংশগ্রহণ প্রায় সুনিশ্চিত বলে মনে করছেন অনেকে।

Related Articles

Back to top button