করোনা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি’তে ভর্তি আরও ২ জন

ক্রমশ ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক, ধীরে ধীরে গ্রাস করছে সমস্ত দেশকে, ভারতে আক্রান্তের সংখ্যা ৪৫, আতঙ্ক বাড়ছে কোলকাতাতেও, আরও ২জন করোনা সন্দেহে ভর্তি হয়েছে বেলেঘাটা আইডি তে। ওই…

Avatar

ক্রমশ ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক, ধীরে ধীরে গ্রাস করছে সমস্ত দেশকে, ভারতে আক্রান্তের সংখ্যা ৪৫, আতঙ্ক বাড়ছে কোলকাতাতেও, আরও ২জন করোনা সন্দেহে ভর্তি হয়েছে বেলেঘাটা আইডি তে। ওই ২ ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এই দুজনের মধ্যে একজন ইন্দোনেশিয়া থেকে ফিরেছে এবং অপরজন সম্প্রতি ফিরেছে মালয়েশিয়া থেকে।

সৌদি আরব থেকে আগত ব্যক্তি যিনি বেলেঘাটা আইডি-তে ভর্তি, মুর্শিদাবাদের বাসিন্দা ওই ব্যক্তি আক্রান্ত সোয়াইন ফ্লুতে। এই ব্যক্তি একই হোটেলে মুর্শিদাবাদের মৃত জিনারুল হকের সঙ্গে কাজ করতেন বলে জানা গেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৬৭ বছরের বৃদ্ধ, যিনি শরৎ বসু রোডের বেসরকারি হাসপাতালে ভর্তি তাঁর আজও সোয়াপ পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তরিত করার কথা ভাবছে।

তবে গতকাল করোনা সন্দেহে চারজনের সোয়াপ পরীক্ষা করা হয় যার মধ্যে তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে , বাকি আরেকজনের নমুনা সঠিকভাবে সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়েছে।