কৌশিক পোল্ল্যে: রোদ্দুর রায় নামটির সঙ্গে সকল নেটিজেনরাই কমবেশি পরিচিত রয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইনকে বিকৃতভাবে গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল হন এই গায়ক, বিভিন্ন অশ্লীল শব্দযোগে উঠে আসেন খবরের শীর্ষে। তথাকথিত সমাজের কথা নিয়ে বিন্দুমাত্র দ্বিধাসংকোচ না রেখে করে চলেছেন এই কাজ। এবার তারই বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ।
সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রোদ্দুরের তৈরি করা সেই বিকৃত লাইনগুলি নিজেদের বুকে পিঠে লিখে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে চরম ট্রোলড হন কিছু ছাত্রছাত্রী, এছাড়াও কলেজ ক্যাম্পাসে বারংবার শোনা যায় ছাত্রদের গলায় বিকৃত সেই গান। বিশ্ববিদ্যালয়ের তৎপরতায় সকল দোষীদের খুঁজে বার করা হয়েছে। এনারা সকলেই বহিরাগত, কেউই এই প্রতিষ্ঠানে পঠনরত নন।
আরও পড়ুন : ট্রেনে মহিলা কামরা লক্ষ্য করে ছোঁড়া হল প্রস্রাব ভর্তি প্যাকেট, হেনস্তার শিকার এক মহিলা
বসন্তোৎসবে সেই ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িয়ে ইউটিউবার রোদ্দুর রায়। একের পর এক বিখ্যাত কবিগানে অশ্লীল শব্দজুড়ে তিনি এই প্রজন্মকে ভদ্রতা ও সভ্যতার বিমুখে ঠেলে দিচ্ছেন এমনটাই বক্তব্য সিংহভাগ সোশ্যাল ইউজারদের।
এবার সেই প্রতিবাদেই একটি সুদৃঢ় ব্যবস্থা নেওয়া হল। বেলেঘাটা থানায় ইতিমধ্যেই তার নামে পুলিশি FIR দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এসবে তার কোনো মাথাব্যথা নেই এমনটাই বক্তব্য রোদ্দুরের। সদ্যই এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি তার এই সংগীতচর্চা অব্যাহত রাখবেন।