Today Trending Newsটলিউডবিনোদন

নক্ষত্র পতন, প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, শোকের ছায়া টলি মহলে

Advertisement

বাংলা ছবির স্বর্নযুগে একজন অন্যতম সফল অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। সত্তরের দশকে কেরিয়ার শুরু করার পর কালক্রমে অঞ্জন চৌধুরি, তপন সিনহা, হরনাথ চক্রবর্তী, সুখেন দাস, স্বপন সাহা প্রমুখ পরিচালকদের ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন। কাজ করেছেন একাধিক বাংলা ধারাবাহিকে। প্রায় চার দশক ধরে নিজের অভিনয়ের গুনে মুগ্ধ করেছেন সকল দর্শকদের।

আজ সন্ধ্যায় নিজ বাসভবনে পরলোকে গমন করলেন অভিনেতা ও গায়ক সন্তুবাবু। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বহু সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারনেই সদ্য ভর্তি হন ঢাকুরিয়ার একটি বেসরকারি হসপিটালে। ভুগছিলেন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে এখবরও শোনা যায়।

তার এই অনাকাঙ্খিত মৃত্যুতে শোকে ভেঙে পড়ল গোটা টলিমহল। পরান বন্দোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় থেকে হরনাথ চক্রবর্তী, লীনা গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সকলের বক্তব্য টলিজগতের অপূরনীয় ক্ষতি হল।

তার কন্যাও পরবর্তীতে বাংলা সিনেমার অন্যতম একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠেন, নাম স্বস্তিকা মুখার্জী যাকে আপনারা সকলেই একবাক্যে চেনেন। আজ রাতেই ক্যাওড়াতলা মহাশ্মশানে হবে তার শেষকৃত্য। তার প্রয়ানে বাংলা টলিউড জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র খসে পড়ল একথা বলা চলে।

Related Articles

Back to top button