Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক মাসের জন্য ভারতে আসার ভিসা বাতিল করলো কেন্দ্র

ভারতে নোভেল করোনা ভাইরাসের ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা, যার ফলে নানান মহলে বাড়ছে উদ্বেগ। এখনো পর্যন্ত ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ জন। সাধারণ জ্বরের মতোই এই ভাইরাসের লক্ষণ…

Avatar

ভারতে নোভেল করোনা ভাইরাসের ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা, যার ফলে নানান মহলে বাড়ছে উদ্বেগ। এখনো পর্যন্ত ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ জন। সাধারণ জ্বরের মতোই এই ভাইরাসের লক্ষণ হওয়ার ফলে বৈজ্ঞানিকরা রীতিমতো হিমসিম খাচ্ছেন এর গতিবিধি সম্পর্কে অবগত হতে। ভিষণ ছোঁয়াচে এই ভাইরাস এতই দ্রুত বেগে ছড়িয়ে পড়ে যার ফলে এই ভাইরাসে সংক্রমণের হার দিন দিন বাড়ছে।

কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইতালি, স্পেন, জার্মানি, চিন, দক্ষিণ কোরিয়া থেকে যেসমস্ত বিদেশি নাগরিক ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছেন বা এখনো আসেননি তাদের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হবে। এই মারণ ভাইরাসের সংক্রমণ আটকাতেই এই সিদ্ধান্ত। এবার আরও এক নতুন নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, নোভেল করোনা ভাইরাসকে প্রতিহত করতে ভারতে যেসমস্ত ট্যুরিস্টরা ভিসার আবেদন করেছেন তাদের ভিসা বাতিল করা হবে। গত বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের সূত্রে একথা জানানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : করোনার থাবায় ধস শেয়ার বাজারে, গত ২ বছরে প্রথম নিফটি নামলো ১০ হাজারের নিচে

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ট্যুরিস্ট ভিসা বাতিল করা হবে। তবে কূটনীতিক এবং রাষ্ট্রপুঞ্জ বা আন্তর্জাতিক সংগঠনগুলির আধিকারিকদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। আগামী ১৩ মার্চ বিকেল ৫টা ভারতীয় সময়ে এই নিয়ম কার্যকর করা শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র। শেষ পাওয়া খরব, বিশ্বে এখনও পর্যন্ত ১১৯,১০০ জনের বেশি মানুষ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত। যেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৯৮ জন। অধিকাংশই ঘটেছে চিনে।

About Author