টেক বার্তা

মোবাইল ডেটার দাম ১০ গুণ বৃদ্ধি, ডেটার দাম নিয়ে টেলিকম সংস্থাগুলির সুপারিশ

Advertisement

টেলিকম পরিষেবা জগতে বিপুল পরিবর্তন ঘটার পর দাম কমেছে কলিং, মেসেজ এবং ইন্টারনেট প্ল্যানের।বর্তমানে ইন্টারনেট প্ল্যান মূল্য অনেকটাই সস্তা। ভারতে এখন ডেটার দাম প্রতি জিবি প্রায় ১৯ টাকা। যেখানে আন্তর্জাতিক দুনিয়ায় দাম প্রতি জিবিতে প্রায় ৬৫০ টাকা। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন কোম্পানিকে। বর্তমানে ভোডাফোন-আইডিয়ার মতো নামী সংস্থা এখন ঋণের বোঝায় জর্জরিত। তবে শীঘ্রই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। সংস্থাগুলির দাবী ডেটা মূল্য বাড়িয়ে একটি ফ্লোর রেট নির্ধারণ করা হোক।

সংস্থাগুলির বক্তব্য, মোবাইল ডেটার জন্য ফ্লোর রেট নির্ধারণ করা হোক। ফলস্বরূপ সব সংস্থাই এই ন্যূনতম দাম ঠিক করতে পারবে ডেটা প্যাকের। কোনো রেট না থাকা কারণে নিজেদের সিদ্ধান্তমত ডেটা প্যাকের দাম ঠিক করে, সস্তায় ডেটা বিক্রি করতে একরকম বাধ্য হয় তারা।এই কারণে তারা TRAI এর কাছে এই আবেদন জানায়। ভোডাফোনের মতে, প্রতি জিবি ডেটার দাম করা হোক ৩৫ টাকা, এয়ারটেলের দাবী ৩০ টাকা এবং রিলায়েন্স জিও চাইছে ফ্লোর রেট নির্ধারিত হোক প্রতি জিবি ২০ টাকা।উল্লেখযোগ্য এই সুপারিশ যদি কেন্দ্রীয় সরকার মেনে নেয়, তবে মোবাইল ডেটার দাম বেড়ে ১০ গুণ হয়ে যেতে পারে।

আরও পড়ুন : দীর্ঘ মেয়াদি দুর্দান্ত প্ল্যান আনলো Jio, জানুন প্ল্যানের বিস্তারিত

এই বিষয়ের পক্ষে নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্তও সওয়াল করে বলেছেন, “দেশের টেলিকম পরিষেবা ক্ষেত্র ঋণের ভারে জর্জরিত, এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চালু করা হোক ফ্লোর রেট। তবে তিনি আরও জানিয়েছেন যে শুধু এই রেট চালু করলেই সমস্যা মিটবে না, আরও কিছু আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

Related Articles

Back to top button