কালবৈশাখীর তান্ডব আজ থেকেই শুরু হতে পারে। আজ বিকেলের পর থেকেই কালবৈশাখী হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আজ কলকাতাতে ঝড়বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত হবার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সকালে আকাশের মুখভার, বেলা যত বাড়বে আকাশ তত মেঘে ছেয়ে যাবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন : পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে রয়েছে ‘অতি-গরম দৈত্যাকার গ্রহ’, শুরু হয় লোহার বৃষ্টি
এই ঝড়বৃষ্টির কারণ হিসাবে আবহাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টি হবে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি ও উত্তরপ্রদেশে। আবার বিহার ও ঝাড়খণ্ডেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাত হবে উত্তরাখণ্ডে। পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলাতে রবিবার ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।