হলোনা এবারও! আবার ফাইনালে গিয়ে হারতে হলো বাংলাকে। রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের ৪২৫ রানের জবাবে বাংলার প্রথম ইনিংস শেষ হলো ৩৮১ রানে। ফলে প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি জিতলো সৌরাষ্ট্র। পঞ্চমদিন সৌরাষ্ট্রের প্রথম ইনিংসের রান টপকে যাওয়ার জন্য বাংলার প্রধান ভরসা ছিল অনুষ্টুপ মজুমদার। এদিন সকালে অনুষ্টুপ আউট হতেই লেখা হয়ে যায় বাংলার ভাগ্য।
অনুষ্টুপ আউট হতেই বাংলার বাকি তিন উইকেট ঝড়ের বেগে পড়ে যায়। চতুর্থ দিনের শেষে সৌরাষ্ট্রের প্রথম ইনিংসের স্কোরকে টপকানোর জন্য বাংলার দরকার ছিল ৭২ রান, হাতে ছিল ৪ টি উইকেট। পঞ্চম দিন সকালেই সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট অনুষ্টুপকে প্যাভিলিয়নে ফেরানোর সাথে সাথেই বাংলার রঞ্জি জয়ের আশা শেষ হয়ে যায়। ৬৩ রান করেন অনুষ্টুপ। বাকিরা এরপর আর বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইডেনে থাকবে না কোন দর্শক
অনুষ্টুপ আউট হওয়ার পর এক প্রান্তে দাঁড়িয়ে অর্নব নন্দী কিছুটা চেষ্টা করলেন। তিনি একাই টানছিলেন দলকে। কিন্তু অপর প্রান্তে কেউ তাঁকে সঙ্গ দিতে পারলোনা। শেষ পর্যন্ত ৪০ রানে অপরাজিত থাকেন অর্ণব। বাংলা শেষ রঞ্জি জিতেছিল ৩০ বছর আগে, বর্তমান কোচ অরুনলালের অধিনায়কত্বে। কিন্তু তারপর চারবার ফাইনালে উঠেও একবারও জিততে পারলোনা তারা।