Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পিছিয়ে গেল আইপিএল, ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত

করোনার জন্য পিছিয়ে গেলো আইপিএল। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী ২৯ মার্চের বদলে এবার আইপিএল হবে ১৫ই এপ্রিলের পর। অর্থাৎ মাঝ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গেলো আইপিএল। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো…

Avatar

করোনার জন্য পিছিয়ে গেলো আইপিএল। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী ২৯ মার্চের বদলে এবার আইপিএল হবে ১৫ই এপ্রিলের পর। অর্থাৎ মাঝ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গেলো আইপিএল। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল কোনো টুর্নামেন্ট আয়োজন করতে হলে দর্শক ছাড়া তা আয়োজন করতে হবে। অর্থাৎ ২৯ মার্চ আইপিএল শুরু হলে তা কেবলমাত্র টিভিতেই দেখা যেত। এই পরিস্থিতিতে আজ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রীড়া মন্ত্রকের নির্দেশিকা ছাড়াও আইপিএল পিছানোর আরও একটি বড় কারণ হলো বিদেশি খেলোয়াড়দের ১৫ই এপ্রিলের আগে না পাওয়া। কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে আসা কাউকে ভিসা দেওয়া হবেনা বলে ঘোষণা করেছে দুদিন আগে। তাই ১৫ই এপ্রিলের আগে কোনো বিদেশী খেলোয়াড়কেই ভিসা পাবেনা। ফলে ২৯ মার্চ আইপিএল শুরু হলে তাদের পক্ষে সময়মতো আইপিএলে অংশগ্রহণ করা সম্ভব না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : স্বপ্নভঙ্গ বাংলার, রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হার বাংলার

এদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুই ম্যাচ দর্শকহীন স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। লখনৌতে দ্বিতীয় ওয়ানডে ইতিমধ্যেই দর্শকশূন্য ভাবে হবে বলে জানানো হয়েছে। তবে আইপিএলে নতুন সূচী কি হবে তা এখনো জানানো হয়নি বোর্ডের তরফে। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে ফ্রাঞ্চাইজি গুলোর সঙ্গে। সেখানেই সব বিষয়ে আলোচনা হবে, তখনই জানা যাবে নতুন সূচী।

About Author