দেশনিউজপলিটিক্স

কেন্দ্রের কর্মচারীদের জন্য সুখবর, অবশেষে ডিএ ঘোষণা কেন্দ্রের

Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর। শুক্রবার নতুন সিদ্ধান্তের ঘোষণা করলো কেন্দ্র। ৪ শতাংশ ডিএ ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। কর্মরতদের সাথে পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে  কেন্দ্রীয় সরকার।

কেন্দ্র থেকে বছরে দুবার ডিএ ঘোষণা করা হয়। বছরের শুরুতে এবং মাঝামাঝি সময়।  এবছর বছরের শুরুতে না দিয়ে মার্চের মাঝামাঝিতে ঘোষণা করা হল। ২০২০ সালের প্রথম দিন থেকেই এই ডিএ বাড়ানোর কথা শোনা  গেলেও আজ সেই খুশির খবর দিলেন কেন্দ্রীয় সরকার। তবে রাজ্যের ডিএ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে টাকা পয়সার টান আছে। কেন্দ্র রাজ্যের ন্যায্য প্রাপ্য দিচ্ছে না। তাই অর্থের সংস্থান এলেই ডিএ মিটিয়ে দেওয়া হবে বলেছেন।

আরও পড়ুন : উন্নাও মামলা: ১০ বছরের কারাবাস ও জরিমানা কুলদীপ-সহ সাতজনের

কেন্দ্রের ডিএ বাড়ার ফলে রাজ্যের বকেয়া ডিএ বেড়ে দাঁড়ালো ২১ শতাংশে। এমনই দাবি করলেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ। তিনি রাজ্যের ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনের ও ডাক দিয়েছেন। আগামী সোমবার টিফিনের সময় রাজ্যে তাদের সদস্যরা অফিসে বিক্ষোভ দেখবেন বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Back to top button