আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজধানী দিল্লির কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়ার সাথে সাথে শুরু হয়েছে শিলাবৃষ্টি। সপ্তাহ শেষে এই শিলাবৃষ্টির ভিডিয়ো এবং ছবি পোস্ট করেছেন অনেকে। অনেক জায়গায় রাস্তা ঢেকে যাওয়ার ফলে যানজটের সমস্যা সৃষ্টি হয়েছে।
আগামী ৭২ ঘন্টায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে দেরাদুন, হরিদ্বার, নৈনিতালে। উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন : করোনা আতঙ্ক : আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ
উত্তরাখণ্ডের কয়েকটি অঞ্চল ছাড়াও বজ্রপাত, শিলাবৃষ্টি ঝড়ো হাওয়ার পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে যেসব স্থানে সেগুলি হল – বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম এবং জম্মু ও কাশ্মীর।