সরকারি সূত্রে অনুযায়ী ২০১৯ এর জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গি আক্রন্তর সংখ্যা ১৭,১৮৩ জন। গত ২৪ ঘণ্টাই আক্রান্ত হয়েছে প্রায় ১৪৭৭ জন। বাংলাদেশের রাজধানী ঢাকাতে ডেঙ্গি আক্রান্তে মৃত ১৪। কলকাতা পুরসভার কাছের জনবসতি এলাকায় ডেঙ্গি মোকাবেলা সম্পর্কে ধারণা দেওয়ার প্রস্তাব পাঠায় বাংলাদেশ।
ডেঙ্গি ছড়ানোর পিছনে বাংলাদেশের মশার ভূমিকা থাকতে পারে বলে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় “সবুজ বাঁচাও” অভিযানের আরম্ভ করে বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন। এই মিছিলের শেষে ডেঙ্গি সম্বন্ধে তিনি বলেন, “বাংলাদেশে খুব ডেঙ্গি হচ্ছে। তাই আমাদের আগে থেকেই বিশেষ সাবধানতা নেওয়া প্রয়োজন।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি আরও বলেন, “কিছু হলেও বাংলাদেশের ডেঙ্গীর প্রভাব আমাদের রাজ্যে পড়বে। তাই সীমান্ত এলাকায় বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে।” এখন পর্যন্ত রাজ্যে ৭০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় সব থেকে বেশি রোগী পাওয়া গেছে ।
জেলার সরকারি হিসেব অনুযায়ী, প্রায় ৫০-৬০% রোগী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এছাড়াও ব্যারাকপুর- এ ৫৬, অশোক নগরে – কল্যাণ গড়ে ৫৬, বিধাননগরে ৩০, টিটাগড়ে ৫৩, পানিহাটিতে ৪০, ভাটপাড়ায় ৩৮ এবং খড়দায় ৩৬ জন ডেঙ্গি রোগী পাওয়া গেছে। তুলনমূলকভাবে এলাকা ডেঙ্গির প্রভাব থেকে অনেক খানি বেঁচে আছে।