Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামীকাল থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডের নতুন নিয়ম, জেনে নিন নিয়ম গুলি

আগামীকাল থেকে বদলে যেতে চলেছে ক্রেডিট ও ডেবিট কার্ড রাখার নিয়ম। গত জানুয়ারিতে রিজার্ভ ব্যাংকের তরফে ব্যাংক গুলিকে নতুন নিয়মে কার্ড ইস্যু করার নির্দেশ দেওয়া হয়। আগামীকাল থেকে সেই নির্দেশই…

Avatar

আগামীকাল থেকে বদলে যেতে চলেছে ক্রেডিট ও ডেবিট কার্ড রাখার নিয়ম। গত জানুয়ারিতে রিজার্ভ ব্যাংকের তরফে ব্যাংক গুলিকে নতুন নিয়মে কার্ড ইস্যু করার নির্দেশ দেওয়া হয়। আগামীকাল থেকে সেই নির্দেশই কার্যকর হতে চলেছে। ডেবিট ও ক্রেডিট কার্ডের অপব্যবহার যাতে বন্ধ করা যায়, তার জন্যই নতুন এই নিয়ম চালু করেছে রিজার্ভ ব্যাংক। নতুন নিয়মে লেনদেনও অনেক নিরাপদ হবে বলে মত বিশেষজ্ঞদের।

গত জানুয়ারিতে রিজার্ভ ব্যাংকের তরফে ব্যাংক গুলিকে নির্দেশ দেওয়া হয় এবার থেকে নতুন ইস্যু করা কার্ডগুলিতে লেনদেনের ক্ষেত্রে কেবলমাত্র দেশীয় লেনদেনই করা যাবে। অর্থাৎ এটিএম এবং পিওএস টার্মিনালে শুধুমাত্র দেশীয় কার্ডের লেনদেনই হবে। যদি কোনো গ্রাহককে আন্তর্জাতিক লেনদেন করতে হয় তার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে আলাদা ভাবে আবেদন করতে হবে। ব্যাংক থেকে নতুন কার্ড দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : করোনা রুখতে সাফল্যের পথে কানাডার বাঙালি বিজ্ঞানী

যাদের পুরানো কার্ড ছিল তাদের ক্ষেত্রে এই পরিষেবা গুলো নেওয়া বা না নেওয়া বাধ্যতামূলক হবেনা বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাংক। পুরানো কার্ডধারীদের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছিল যে, যারা এতদিন তাদের কার্ডে একদিনও আন্তর্জাতিক লেনদেন করেননি ১৬ই মার্চ থেকে তাদের কার্ডে সেগুলো আর করা যাবেনা। তার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে নতুন ভাবে আবেদন করতে হবে। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, এই পদ্ধতি অবলম্বনে এটিএম কার্ড জালিয়াতি রোখা যাবে অনেকটাই।

About Author