কৌশিক পোল্ল্যে: সংসারের গল্প থেকে নেটপাড়া, ধারাবাহিক ‘শ্রীময়ী’ এখন সব আলোচনার কেন্দ্রে। নিত্যনতুন ট্রোলও তৈরি হচ্ছে এই ধারাবাহিককে নিয়ে। সাংসারিক গল্পকে ভিত্তি করে নির্মিত এই ধারাবাহিক বহুল জনপ্রিয়তা অর্জন করেছে সারা বাংলায়। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ধারাবাহিকটির গল্প নিয়ে আরও ছটি ভাষায় নির্মান শুরু হবে।
শ্রীময়ী নামক এক গৃহবধূর ২৫ বছরের বিবাহিত জীবন ভেঙে চুরমার হয়ে যায় জুন গুহ নামক এক কুটচক্রী মহিলার আগমনে। শ্রীময়ীর স্বামী অনিন্দ্য সেনগুপ্ত তাকে ডিভোর্স দিয়ে জুনকে বিয়ে করেন। বিবাহের কিছুদিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পারে অনিন্দ্য, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দীপিকার বিকিনি লুকে ক্লিন বোল্ড নেটিজেনরা, উষ্ণতার জোয়ার পুলসাইটে
পৈতৃিক শ্বশুরবাড়িটি শ্রীময়ীর নামে উইল হয়ে গিয়েছে, কাজেই দুই সতীন একই বাড়িতে বসবাস করেন ফলে স্বাভাবিক চুলোচুলির ঘটনাই পরিনত হল হাতাহাতিতে। জুন নানাভাবে তীর্যক মন্তব্য করে শ্রীময়ীকে উত্ত্যক্ত করতে থাকেন যা সহ্যের সীমা পেরোনোয় শ্রীময়ী জুনের দু গালে কষিয়ে চড় মারেন।
এই অপমান মেনে নিতে পারে না জুন, ফলে সে পুলিশি ব্যবস্থা গ্রহন করতে উদ্যত হয়। আপাতত এতটাই দেখানো হয়েছে শেষ প্রোমোতে। ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন ইন্দ্রানী হালদার ও জুন গুহর চরিত্রে অভিনয় করছেন উষসী চক্রবর্তী। এরপর শ্রীময়ীকে হাজতবাস করতে হবে নাকি সে ক্ষমা চাইবে জুনের কাছে তা জানার জন্যই অপেক্ষমান সময়। ধারাবাহিকের শেষ প্রোমোটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।