‘ভয়ের কিছু নেই’, সুস্থ হয়ে বললেন দিল্লির প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি
গোটা বিশ্ব যখন ভয়ার্ত, করোনা আতঙ্কে বিপর্যস্ত, চারিদিকে নানা গুজবে যখন মানুষের আতঙ্ক দিন দিন বাড়ছে সেই মুহূর্তে একটু স্বস্তির নিশ্বাস করোনা আক্রান্তের সুস্থ হয়ে ওঠার ঘটনায়। ভারতে প্রথম যিনি করোনা আক্রান্ত হন তিনি বর্তমানে সুস্থ। পূর্ব দিল্লির বাসিন্দা বছর পয়তাল্লিশের এই ব্যক্তিটি পেশায় রফতানিকারী, কর্মসূত্রে তিনি তার দুই জামাইকে নিয়ে ইটালিতে হওয়া এক্সপোর্ট মেলায় অংশগ্রহণ করেছিলেন। দেশে ফেরার আগে তিনি মিলান, বুদাপেস্ট, ভিয়েনা প্রভৃতি স্থানে গিয়েছিলেন। ইটালি থেকে ভারতে ফেরার পর তার দেহে পাওয়া যায় করোনা ভাইরাসের জীবাণু। তাকে ভর্তি করা হয় দিল্লির সফদরজঙে। ১৪ দিন পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ, বিপদমুক্ত।
করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরে ভীষণ খুশি তিনি, দেশের মানুষও কিছুটা স্বস্তিতে এই খবরে৷ শনিবার পরিবারের সঙ্গে দেখা হওয়ার পর তিনি বলেন, আইসোলেশনের নাম শুনলেই মানুষ ভয় পাচ্ছে কিন্তু এতে ভয়ের কিছু নেই। সঠিক চিকিৎসার দ্বারা করোনার দাপট কে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। হাসপাতাল থেকে ফিরে তার চেষ্টা ভারতে করোনা প্রতিরোধের সুব্যবস্থার সম্পর্কে মানুষকে অবগত করানো,করোনা সম্পর্কে ভয় কাটিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চান তিনি।
আরও পড়ুন : ৩১ মার্চ নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে ১৫ ই এপ্রিল পর্যন্ত
বহুদিন বাদে তাকে বাড়ি ফিরতে দেখে তাঁর মায়ের চোখের জল কিছুতেই বাধ মানে নি। তিনি বলেন পরিবারের সবাই অপেক্ষায় ছিল কবে তিনি ফিরবেন, অবশেষে সেই অপেক্ষার দিন সমাপ্ত হল। ১৪ দিন বাদে অবশেষে পরিবারের সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বসিত তিনি। হু-এর নির্দেশ অনুযায়ী করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়িতেই একঘরে হয়ে থাকবে ১৪ দিন।