আমাশা একটি ক্ষতিকারক রোগ এই রোগ থেকে মুক্তি পেতে কী করবেন জেনে নিন। আমাশার সমস্যায় ভুগলে তেলাকুচ পাতার রস নিয়মিত দিনে দুবেলা করে খেলে আমাশার সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও যদি কঠিন আমাশা হয় অর্থাৎ দীর্ঘদিন আমাশায় ভুগছেন এমন হলে হিজেল গাছের ছাল -রাত্রে জলে ভিজিয়ে রেখে সেই জল বাসি পেটে খান। এতে কঠিন থেকে কঠিনতম আমাশা নিশ্চিহ্ন হয়ে যাবে।