আজ ৩ রা অগাস্ট শনিবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন।
মেষরাশি: রাজনীতিতে সুনাম বৃদ্ধি পাবে।
বৃষরাশি: উচ্চ রক্তচাপের কষ্ট পেতে পারেন।
মিথুনরাশি: অনর্থপাত।
কর্কটরাশি: সম্মান প্রাপ্তির যোগ আছে।
সিংহরাশি: উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন।
কন্যারাশি: যাত্রায় বিঘ্ন।
তুলারাশি: আশার সঞ্চার হতে হবে।
বৃশ্চিকরাশি: কৃষিকার্য্যে উন্নতি হবে।
ধনুরাশি: রমণীপ্রীতি।
মকররাশি: শিক্ষায় মনোযোগ বৃদ্ধি পাবে।
কুম্ভরাশি: কর্মে ব্যস্ত হয়ে পড়বেন।
মীনরাশি: পরিবারের দিক থেকে খুবই শুভ হবে।