কৌশিক পোল্ল্যে: কয়েক মাস আগেই তার ছবি রিলিজ করে ‘দ্বিতীয় পুরুষ’। বাইশে শ্রাবন ছবির সিক্যুয়েলটি দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছিল যার সুফল উপছে পড়েছে বক্সঅফিসে। সব মিলিয়ে হইহই করে এগিয়ে চলেছে অভিনেত্রী রাইমা সেনের কেরিয়ার। তার সৌন্দর্য ও অভিনয় আলাদা করে কিছুই বলার নেই। যার মা মুনমুন সেন এবং দিদা স্বয়ং মহানায়িকা, তার রক্তে অভিনয় থাকবে সেটাই তো স্বাভাবিক।
বাংলা বানিজ্যিক ছবি থেকে শতহাত দুরে থাকা রাইমা ভিন্ন স্বাদের ছবিতেই নিজেকে মানিয়ে নিতে পছন্দ করেন। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন দর্শকদের খুবই পছন্দের। মাঝে গুজবও রটেছিল পরমকে নাকি ডেট করছেন রাইমা, যদিও পরবর্তীতে নিজের বিলিতি প্রেমিকাকে প্রকাশ্যে আনেন পরম এবং রাইমা আজও সিঙ্গেল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : করোনায় নেই ভয়ডর, একে অপরকে প্রকাশ্যে চুম্বন রাজ-শুভশ্রীর, দেখুন সেই ছবি
বহুবছর ইন্ডাস্ট্রিতে থেকেও নিজের জৌলুস ধরে রেখেছেন নিজগুনে। সুন্দরী থাকার একমাত্র রহস্য তো শরীরচর্চা এবং সেই সঙ্গে জিম। এবার সেই জিম আউটফিটেই ধরা দিলেন রাইমা। হাতে ডাম্বেল নিয়ে পোস্ট করলেন জিম লুকের ছবি, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। স্বল্প পোশাকে রাইমার এই ছবিতে উষ্ণ হল নেটদুনিয়া।
সিনেমায় কাজ করার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও রাইমাকে দেখা গিয়েছে । হইচই এর ‘হ্যালো’ এবং ‘হ্যালো 2’ ওয়েব সিরিজ তার মধ্যে অন্যতম। এছাড়াও হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির প্রজেক্ট যাতে আগামীদিনে দেখা রাইমাকে। তার জিম লুকের ছবি আরও একবার দেখে নিতে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।
View this post on Instagram