Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাতিল হয়েছে ৬০ শতাংশ রেলের টিকিট, দক্ষিণ পূর্ব রেলে একাধিক ট্রেন বাতিল

করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে মার্চ মাসে এখনও পর্যন্ত ৬০ শতাংশেরও বেশি ট্রেনের টিকিট বাতিল করা হয়েছে। বুধবার রেল কর্মকর্তারা একটি সংসদীয় প্যানেলে জানিয়েছেন একথা। টিকিট বাতিলের জের সাথে প্রতিদিন করোনায় আক্রান্তের…

Avatar

করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে মার্চ মাসে এখনও পর্যন্ত ৬০ শতাংশেরও বেশি ট্রেনের টিকিট বাতিল করা হয়েছে। বুধবার রেল কর্মকর্তারা একটি সংসদীয় প্যানেলে জানিয়েছেন একথা। টিকিট বাতিলের জের সাথে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার জন্যে একের পর এক ট্রেন বাতিল করছে রেল। করোনায় এখনো পর্যন্ত ভারতে মারা গেছে তিনজন। এই পরিস্থিতিতে অনেকগুলি ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। যে যে ট্রেন গুলো বাতিল হল:

১. ২৪ ও ৩০ মার্চের হাওড়া-মুম্বই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. ২০ ও ২৭ মার্চের সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুবিধা স্পেশাল।

৩. পুরী-সাঁতরাগাছি স্পেশাল ২০ ও ২৭ মার্চের।

আরও পড়ুন : ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫১, সবচেয়ে বেশি মহারাষ্ট্রে

৪. ২১ ও ২৭ মার্চের এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি সুবিধা স্পেশাল।

৫. হাওড়া-দিঘা-হাওড়া সুপারফাস্ট এসি এক্সপ্রেস ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

৬. মুম্বই সিএসএমটি -হাওড়া দুরন্ত এক্সপ্রেস ২৫ মার্চ ও ১ এপ্রিল।

৭. এমডিইউ দুরন্ত এক্সপ্রেস, এমএএস দুরন্ত এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল থেকে ত্রিবান্দ্রম সেন্ট্রাল, মদগাঁও এক্সপ্রেস ২৩ শে মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বাতিল থাকবে।

এছাড়া প্ল্যাটফর্মে ভিড় এড়াতে দক্ষিণ রেলওয়ে ডঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই এগমোর এবং তাম্বরাম রেল স্টেশনগুলিতে প্ল্যাটফর্মের টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত।

About Author