গত ২৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়, তারপর থেকে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪০, আক্রান্তের সংখ্যা প্রায় ৮০০০। ইতিমধ্যেই মার্কিন সংসদ ৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ তহবিল ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাসে বিপর্যস্ত আমেরিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আইন আনলেন, যে আইনে বলা হয় সেখানকার নাগরিকরা বিনামূল্যে করোনা পরীক্ষার সুবিধা পাবেন এবং যারা করোনা আক্রান্ত ও আক্রান্তদের পরিচর্যায় নিযুক্ত থাকবে তাঁদের জন্যও বেতন সহ ছুটির ব্যবস্থা থাকবে। বুধবার মার্কিন সেনেটে ‘ফ্যামিলিস ফার্স্ট করোনা ভাইরাস রেসপন্স অ্যাক্ট’ ৯০-৮ ভোটে পাশ করার কয়েকে ঘন্টা পর সেই বিলে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেন৷ ৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ তহবিল মঞ্জুর করেছিল মার্কিন সংসদ।
আরও পড়ুন : করোনা ভাইরাসের পরবর্তী ভরকেন্দ্র ভারত, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিশেষজ্ঞমহল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে বলেন করোনা মোকাবিলা দিন দিন জটিল পর্যায়ে পৌছেলেও করোনা যুদ্ধে তারা জিতবেই। মঙ্গলবার টুইটারে ট্রাম্প লেখেন, গোপন শত্রুর সাথে লড়ছে বিশ্ব, তবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবেই। যত দ্রুত সম্ভব জিততে হবে করোনাকে হারিয়ে। অপরদিকে মনে করা হচ্ছে নিউ ইয়র্কে ‘শেল্টার-ইন-প্লেস’-এর নির্দেশ জারি করা হবে। সেখানকার মেয়র বিল ডি ব্লাসিওর থেকে এমন ইঙ্গিত মিলেছে। যদি শেল্টার-ইন-প্লেস’ জারি হয় তাহলে বিশেষ কিছু কাজ ছাড়া বাইরে যাওয়ার ক্ষেত্রে জারি করা হবে নিষেধাজ্ঞা।