লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ভারতে করোনায় আক্রান্ত ১৬৯
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৬৯ জন। বুধবারই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫১ জন, একদিনের মধ্যে আরও ১৮ জন আক্রান্ত হলো। পশ্চিমবঙ্গে যদিও আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত একজন। লন্ডন ফেরত সেই যুবকের অবস্থা এখন স্থিতিশীল বলে নানা গিয়েছে বেলেঘাটা আইডির তরফে। ওই তরুণের মা, বাবা এবং গাড়ির চালকের পরীক্ষা করা হলেও তাদের শরীরে এখনো পর্যন্ত ভাইরাসের কোনো চিহ্ন মেলেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তাদের আবার পরীক্ষা করা হবে, এবং তাদের আইসলেশনেই রাখা হয়েছে।
ভারতে করোনাতে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত তিনজনই আছে। এদিন চন্ডীগড়ে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। বড় জমায়েত ঠেকাতে রাজস্থান, উত্তরপ্রদেশের একাধিক একাধিক এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। দেশের প্রায় সকল রাজ্যেই স্কুল, কলেজ বন্ধ। টিকিট বাতিলের জেরে একের পর এক ট্রেন বাতিল হচ্ছে, বিমানও বাতিল করা হচ্ছে একের পর এক। বিমানের যাত্রীসংখ্যাও কমেছে।
আরও পড়ুন : করোনা নিয়ন্ত্রণে নয়া আইন আনলো আমেরিকা
এদিকে ইতালিতে করোনায় একদিনে ৪৭৫ জন মানুষ মারা গেছে। চীনের পর ইতালিতেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে করোনায়। আমেরিকায় ১০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে ১৫০ জনের বেশি। দিল্লিতে করোনা সন্দেহে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।