Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার জেরে আরও ৮৪ টি ট্রেন বাতিল, টিকিট ক্যানসেল নিয়ে বড়সড় ঘোষণা করলো রেল

দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় একের পর এক ট্রেনের টিকিট ক্যানসেল হওয়ার জন্য, ভারতীয় রেল বাতিল করেছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। এবার রেলের তরফে জানানো হয়েছে, যে…

Avatar

দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় একের পর এক ট্রেনের টিকিট ক্যানসেল হওয়ার জন্য, ভারতীয় রেল বাতিল করেছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। এবার রেলের তরফে জানানো হয়েছে, যে টিকিট গুলো বাতিল হয়েছে সেগুলোর জন্য কোনো ক্যানসেলশন চার্জ লাগবে না।

বৃহস্পতিবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যে ১৫৫ টি ট্রেন সারা দেশ জুড়ে বাতিল হয়েছে তার টিকিট বাতিলের জন্য কোনো চার্জ কাটা হবেনা। যাত্রীরা টিকিটের পুরো টাকাটাই ফেরত পাবেন। করোনা ভাইরাসের জেরেই যে এটা করা হয়েছে একথাও জানিয়েছে রেল। রেল আজ সকালে করোনা ভাইরাসের জন্য ৮৪ টি ট্রেন বাতিল করেছে যেগুলি ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ভারতে করোনায় আক্রান্ত ১৬৯

এর সাথেই বাতিল হওয়া ট্রেনের সংখ্যা ১৫৫ তে পৌঁছেছে। রেলের এক কর্তা বলেছেন, ‘বাতিল হওয়া এই ১৫৫ টি ট্রেনের সকল যাত্রীকে আলাদাভাবে অবহিত করা হচ্ছে। এই ট্রেনগুলির টিকিট বাতিলের ক্ষেত্রে যাত্রীদের থেকে কোনো জন্য কোনও ক্যানসেলশন চার্জ নেওয়া হবেনা। যাত্রীরা পুরো টাকাই ফেরত পাবেন।’

এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৯ এ পৌঁছেছে। আজ নতুন করে ১৮ জন আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। জন সমাবেশ ঠেকাতে দেশের বেশিরভাগ রাজ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত একজনই আক্রান্ত হয়েছে এই মারণ ভাইরাসে, ইংল্যান্ড ফেরত ওই তরুণ।

About Author