বিশ্বে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগ ক্রমশই দ্বিগুণ হচ্ছে নানান মহলে। যার ফলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে সকল দেশ। নিজের প্রতিপত্তি বিস্তার করে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস। এই নোভেল করোনা ভাইরাসের উৎস স্থল হুবেই প্রদেশের উহান শহরের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের পোশাকি নাম দিয়েছে কোভিড-১৯। চীন থেকে তা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে বাইরের দেশগুলোতেও। মূলত দক্ষিণ এশিয়ায় এই ভাইরাসের প্রতিপত্তি বিস্তার লক্ষ্য করা গিয়েছে।
ইতিমধ্যে পাক সরকারের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানে আক্রান্ত হয়েছেন প্রায় ২০০ জন। এদিন পাকিস্তানের সরকার আশংকা প্রকাশ করেছে, আগামী দিনে পাকিস্তানে আরও ভয়াবহ রূপ নিতে পারে নভেল করোনা ভাইরাস। যার ফলে এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বের ধনী দেশগুলোর কাছে সাহায্য চাইলেন। এছাড়া তিনি অনুরোধ করেছেন পাকিস্তানের সমস্ত ঋণ মুকুবের জন্য। তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবিলার সামর্থ্য নেই পাকিস্তান সরকারের। কারন আগামীতে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে, যা নিয়ন্ত্রণ করতে পাকিস্তানের সরকার অক্ষম।
আরও পড়ুন : করোনার জেরে বিপর্যস্ত গরীবদের টাকা দিয়ে সাহায্য করার ভাবনা মোদী সরকারের
ভারতে এখনো নিজের প্রভাব সেভাবে বিস্তার করতে পারেনি করোনা ভাইরাস। কিন্তু ভারত অন্যান্য দেশের কাছে করোনা মোকাবিলায় সাহায্যের আবেদন না জানালেও পাক প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন ভারত অক্ষম করোনা ভাইরাস মোকাবিলায়। তাই তিনি নিজের দেশের সাহায্যের সঙ্গে ভারতের প্রসঙ্গও তুলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত চীনকে করোনা মোকাবিলায় ১৫ টন মেডিকেল সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে।