এতদিন পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা জানা না গেলেও গত মঙ্গলবার রাতে এক যুবকের দেহে কোভিড-১৯ এর নমুনা পাওয়া গেলে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, ওই যুবক গত রবিবার লন্ডন থেকে দেশে ফিরেছে। তাকে বিমানবন্দর কতৃপক্ষ করোনা সন্দেহে চিকিৎসার পরামর্শ দিলেও তা তিনি নাকচ করেন। এরপর তাকে বাঙুর হাসপাতাল থেকে একই নির্দেশ দেওয়া হলে তা তিনি কর্ণপাত না করে উল্টে শপিং মল সহ অন্যান্য স্থানে যাতায়াত করেন। ওই যুবকের মা নবান্নে কর্মরত। জানা গিয়েছে, করোনা আক্রান্ত যুবকের মা নবান্নে অফিসও করেন। এই ঘটনায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী।
রাজ্যে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগীর এমন কান্ডে রীতিমতো সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বিশেষ লোকজনের ছেলেমেয়েরা ছাড় পাচ্ছে। যার ফলে সমাজের বাকিদের ক্ষতি হচ্ছে। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ১৭১জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।
আরও পড়ুন : ‘ব্যবসা বন্ধ করুন, করোনা মোকাবিলায় সহযোগিতা করুন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
এমত অবস্থায় বিজেপির তরফ থেকে জানানো হয়েছে আগামী একমাস তারা কোনো কর্মসূচি রাখবে না। বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, বিজেপি আগামী একমাস কোনো জনসভা করবে না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত কর্মসূচি বাতিল বলে জানিয়েছে রাজ্য বিজেপি কর্মীরা। ছোটোখাটো বৈঠক ছাড়া তারা আর কোনো বৈঠক করবেন না বলে জানিয়েছেন।