আজ ৩ রা অগাস্ট শনিবার, জ্যোতিষ শাস্ত্রের মতে গ্রহরাজ ‘শনিদেব’ কোনো ব্যক্তির উপর রুষ্ঠ থাকলে সেই ব্যক্তির জীবনে নানা রকম বাধা আসে, জীবনে ঘটে নানা রকম বিপদ৷ হওয়া কাজেও বাধার সৃষ্টি হয়৷ জীবনকে সুন্দর করতে শনিদেবকে কিভাবে সন্তুষ্ট করবেন জেনে নিন।
জ্যোতিষ শাস্ত্রের মতে কোনো ব্যক্তি আজকের দিনে শনি দেবের পূজো করলে শনিদেব সেই ব্যক্তি প্রতি সন্তুষ্ট থাকেন৷ পূজো না করতে পারলে কোনো ব্যক্তি যদি যে কোনো স্থানের শনিদেবের মন্দিরে ধূপকাঠি, পূজার ফুল, প্রসাদ, তিল, তেল ও ইত্যাদি এই সমস্ত সামগ্রী দিয়ে আসে তবে সেই ব্যক্তির উপরেও শনিদেব সন্তুষ্ট থাকে৷