Today Trending Newsকলকাতানিউজরাজ্য

আগামী ৬ মাস বিনামূল্যে রেশন পাবে রাজ্যবাসী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement

করোনা ভাইরাস রুখতে রাজ্য সরকার নানা পধ্যেপ গ্রহণ করেছেন। এবার এর মধ্যে নতুন সংযোজন হল রেশনে ফ্রিতে চাল দেওয়া। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ৭ লক্ষ ৮৫ হাজার মানুষকে বিনামূল্যে চাল দেবে রাজ্য সরকার।

আগে ব্যক্তি পিছু ২ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেওয়া হত, এবার সেই চাল বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই কেন্দ্রীয় খ্যাদ্য মন্ত্রী জানিয়েছিলেন যে এখন থেকে একসঙ্গে ৬ মাসের রেশন তোলা যাবে। এই জন্য তিনি রাজ্য সরকারগুলিকেও নির্দেশ পাঠিয়েছিলেন। আর এবার পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত ফ্রিতে চাল পাওয়া যাবে।

আরও পড়ুন : বিদেশ থেকে আগত যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হবে, ঘোষণা বাংলার

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী এর সাথে এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গের এই ফ্রিতে চাল দেওয়ার ফলে রাজ্যসরকারের উপর কোনো চাপ হবে না। এর বেশিরভাগটাই কেন্দ্র বহন করবে বলে তিনি জানান। এর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোটেশন পদ্ধতিতে সরকারি কর্মচারীদের কাজ করতে বলেছেন। ৩১ মার্চ পর্যন্ত ৫০ শতাংশ সরকারি কর্মচারী অফিসে গিয়ে কাজ করবেন আর বাকিরা বাড়ি থেকে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। তবে এই ফ্রিতে রেশনের জন্য সাধারণ মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button