Today Trending Newsনিউজরাজ্য

‘ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে’, মোদীকে বললেন মমতা

Advertisement

শুক্রবার করোনা সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি আমার ভাষাতেই বলেছি, ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে। আমরা আমাদের ৭টা ল্যাবের কথাও জানিয়েছি তিনি তা নোট করেছেন। তিনি যে সব জিনিস করতে বলেছেন, তা আমরা অনেক আগেই করে নিয়েছি। আমি আন্তর্জাতিক বিমান বন্ধ করতে বলেছি। যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। সবার আগে এগুলি বন্ধ করতে হবে। শুধু আমরাই না, মহারাষ্ট্র ও তেলেঙ্গানাও বিমান বন্ধ করার কথা বলেছে।” তিনি যে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, এই সময়ে ভয় না পেয়ে সতর্ক থেকে লড়তে হবে এই কথাও বলেছেন সেখানে।

আরও পড়ুন : আগামী ৬ মাস বিনামূল্যে রেশন পাবে রাজ্যবাসী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুধু তাই নয় সতর্কতার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আরও একবার আবেদন জানিয়ে বলেন, “যদি আমার নিজের রোগ হতো তাহলে আমি নিজেকেও সরিয়ে রাখতাম। তেমন ভাবেই আমাদের সবার উচিত নিজেকে সরিয়ে রাখা। আমি বিশেষ করে সব ধর্মীয় প্রতিষ্ঠানকে বলবো, দয়া করে এক জায়গায় মিলিত হবেন না। এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা হলো রোগের বিরুদ্ধে যুদ্ধ।”

২২ শে মার্চ রবিবার, জনতা কার্ফু পালনের জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে শুধু রবিবারই নয় এই সময়ে যতটা সম্ভব মানুষকে বাইরে বেরোতে বারণ করছে কেন্দ্র ও রাজ্য সরকার।

Related Articles

Back to top button