টেলিকম পরিষেবা জগতে গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যান নিয়ে আসে সংস্থাগুলি। এবার তেমনই কিছু প্ল্যান আনলো জিও কর্তৃপক্ষ। রিলায়েন্স জিও তার 4G ডেটা ভাউচারগুলির মধ্যে চারটির সংস্করণের পর ডেটা সুবিধা এবং ননজিও কলের সুবিধাগুলি দ্বিগুণ করেছে। 150 টাকার নীচের এই প্ল্যানগুলি আজ থেকেই প্রযোজ্য হবে। প্ল্যানগুলি হল
11 টাকাঃ 800 এমবি ডেটা + 75 মিনিট ননজিও কল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now21 টাকাঃ 2 জিবি ডেটা + 200 মিনিট ননজিও কল।
আরও পড়ুন : একই দামে দ্বিগুণ ডেটা, দুর্দান্ত প্ল্যান নিয়ে আসলো Vodafone
51 টাকাঃ 6 জিবি ডেটা + 500 মিনিট ননজিও কল।
101 টাকাঃ 12 জিবি ডেটা + 1000 মিনিট ননজিও কল।
ব্যবহারকারীদের ডেটার সীমা পার হয়ে গেলে তারা ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে স্পীড থাকবে 64 kbps। তবে জিও গ্রাহকদের আরও একটি বিষয়ে লক্ষ রাখতে হবে সেটি হলো এই প্ল্যানগুলি ডেটা ভাউচার কোনো প্রাইমারী রিচার্জ প্ল্যান নয়। তাই এই 4G ডেটা ভাউচারগুলির মধ্যে যে কোনও একটি রিচার্জ করতে গেলে আগে থেকেই একটি সক্রিয় জিও প্ল্যান থাকতে হবে।