লকডাউন জারি দিল্লি, উত্তরপ্রদেশ, আগামীকাল থেকেই কার্যকর দুই রাজ্যে
করোনা আতঙ্কে ত্রস্ত গোটা দেশ। দেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে ৩৬০। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৭ জনের। এই পরিস্থিতিতে দেশে একের পর এক রাজ্যে জারি হচ্ছে লকডাউন। এবার লকডাউন জারি হলো সমগ্র দিল্লি জুড়ে। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, করোনা ভাইরাস থেকে দিল্লিকে রক্ষা করতে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হলো। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান বাদে বাকি সবকিছুই ২৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকাল ৬টা থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।
নিত্যপ্রয়োজনীয় জিনিস, সবজি, মাছ, মাংস, দুধ, ওষুধ, পেট্রোল পাম্পকে এই লকডাউনের বাইরে রাখা হয়েছে। দিল্লিতে সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘ইতালির মতো পরিস্থিতিতে যাতে দিল্লিকে না পড়তে হয় আর জন্য এই লকডাউন জরুরি। করোনা ভাইরাসকে রুখতে এছাড়া আর কোনো উপায় নেই। আমি সকল দিল্লীবাসীর কাছে অনুরোধ করছি আপনারা ঘরে থাকুন। বিশেষ দরকার ছাড়া কেউ বাইরে বেরোবেন না।’
আরও পড়ুন : করোনা সঙ্কট : সোমবার থেকে ব্যাংকে মিলবে এই সুবিধা, দেখুন একনজরে
দিল্লির পাশাপাশি করোনা আক্রমণ ঠেকাতে উত্তরপ্রদেশেও লকডাউন জারি করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, রাজধানী লখনৌ সহ উত্তরপ্রদেশের ১৫ টি জেলায় লকডাউন জারি হবে। ২৭ মার্চ পর্যন্ত থাকবে এই লকডাউন। তবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, খাদ্যদ্রব্যের উপর কোনো লকডাউন থাকবে না তা স্পষ্ট করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।