Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যজুড়ে লকডাউন, এই নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ

করোনার দাপটে পরিস্থিতি ক্রমাগত ভয়ানক হচ্ছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ জন। করোনা মোকাবিলায় আজ গোটা দেশে ছিল জনতা কার্ফু।এবং আজ ঘোষণা…

Avatar

করোনার দাপটে পরিস্থিতি ক্রমাগত ভয়ানক হচ্ছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ জন। করোনা মোকাবিলায় আজ গোটা দেশে ছিল জনতা কার্ফু।এবং আজ ঘোষণা করা হয় লকডাউন হতে চলেছে কলকাতা৷ সোমবার বিকেল ৪ টে থেকে ২৭ মার্চ পর্যন্ত কলকাতা লকডাউন থাকবে।

রাজ্যের ২৩টি জেলা সদর থাকবে লকডাউন। তবে জরুরি পরিষেবায় থাকবে ছাড়। হাসপাতাল, ওষুধ দোকান, চশমার দোকান, প্যাথলজি ল্যাব খোলা থাকবে। সব্জি, মাছ, মাংস, পাউরুটি, দুধ, ফল এসব কিছুর দোকান ও খোলা থাকবে। পেট্রোলপাম্প, ইন্টারনেট ইত্যাদি পরিষেবাও চালু থাকবে। পুলিশ ও সেনাবাহিনী লকডাউনের আওতার মধ্যে পড়বে না৷ চালু থাকবে ব্যাঙ্ক, এটিএম, এবং ই-কর্মাস পরিষেবা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দেশের ৭৫ টি জেলা লকডাউন, বন্ধ সমস্ত যাত্রীবাহী ট্রেন, মেট্রো ও যানবাহন চলাচল

তবে বন্ধ রাখতে হবে অফিস, কলকারখানা, নির্দেশ অমান্য করলে দেওয়া হবে শাস্তি। লকডাউন থাকাকালীন এই পাঁচ দিন কলকাতা সহ ২৩ জেলা সদরে কোনও ট্রেন, বাস, ট্যাক্সি, অটো চলবে না ১৪৪ ধারা জারি হবে যদি কোথাও সাতজনের বেশি মানুষের জমায়েত হয়। অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোতে বারবার না করছে রাজ্য সরকারের৷

কলকাতায় করোনা আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বিদেশ থেকে এলেও এমন আক্রান্তেরও সন্ধান পাওয়া গেছে যার বিদেশ ভ্রমনের কোনো রেকর্ড নেই। এর ফলে আশঙ্কা বাড়ছে দ্বিগুণ। এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের ৩২৪ সংখ্যা ৷ তবে সুস্থ হয়েছেন ২৪ জন ৷ এর আগেই লকডাউন করে দেওয়া হয় রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় তেও লকডাউন করা হয়েছে আংশিক ভাবে ৷ এবার কলকাতাতেও লকডাউন করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

About Author