BIG BREAKING : করোনার চিকিৎসায় ওষুধ ব্যবহারের পরামর্শ : ICMR
এখনো পর্যন্ত ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আক্রান্ত হয়েছেন ৪২৫ জন। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীন ছাড়িয়ে নোভেল করোনা ভাইরাস নিজের প্রতিপত্তি বিস্তার করেছে সারা বিশ্বে। গোটা বিশ্বকে সংকটজনক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে নোভেল করোনা ভাইরাস।
সারা বিশ্বে ৩ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে বিশ্ব জুড়ে প্রায় ১৪ হাজার। এমন বিপদজনক পরিস্থিতিতে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, কিন্তু তৈরি হয়নি করোনার বিরুদ্ধে লড়ার কোনো প্রতিষেধক। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো শুনিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তাদের তরফ থেকে বলা হয়েছে, যদি করোনায় আক্রান্ত রোগীর পরিস্থিতি খুব খারাপ হয় তবে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সি-ক্লোরোকুইন।
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ টাস্কফোর্স তৈরির পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার অ্যান্টিভাইরাল এর পাশাপাশি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিজিন ব্যবহারের অনুমতি দিল প্রশাসন। তবে শুধুমাত্র জরুরি অবস্থার রোগীদের ক্ষেত্রেই এই নির্দেশ দিয়েছে সে দেশের প্রশাসন।