রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস
দিন দিন রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ৭ থেকে বেড়ে আক্রান্তের সংখ্যা হল ৯, যে দু’জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে, দুজনের মধ্যে একজন সদ্যই লন্ডন থেকে ফিরেছেন। তাদের আবার নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা বর্তমানে। আক্রান্তদের পরিজনদের ও নজরে রাখা হবে।
করোনা আতঙ্কে গোটা দেশ আতঙ্কিত, বাড়ছে সতর্কতা। সোমবার রাতেই প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে কলকাতায়। আক্রান্ত বাকি আট জন বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন।সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় স্কটল্যান্ড থেকে আসা ভারতীয় তরুণী হাবড়ার বাসিন্দার অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের প্রত্যেকের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হচ্ছে, তাদের নজরে রাখা হচ্ছে, হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে। সচেতনতা এবং সতর্কতা বৃদ্ধি জরুরি, গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ নিতে বলা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাক দেওয়ায় রবিবার দেশজুড়ে ছিল জনতা কারফিউ। রাজ্যে সোমবার বিকেল থেকে লকডাউন জারি করা হয়। এই পরিস্থিতিতে বাড়ি থেকে অপ্রয়োজনে বেরোতে নিষেধ করা হচ্ছে।নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।