সারা বিশ্বকে করোনা প্রতিরোধের পথ দেখাবে ভারত, জানালেন ‘হু’ কর্তা
বিশ্ব জুড়ে মহামারির আকার ধারণ করেছে কোভিড ১৯। চিন, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশগুলোকে হিমশিম খেতে হচ্ছে এই মারণ রোগের মোকাবিলায়। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা কিছুটা হলেও স্বস্তি দেবে ভারতকে। হু কর্তা মাইকেল জে রায়ান জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোভিড ১৯-কে রুখে দিতে পারবে ভারত। এই প্রসঙ্গে তিনি অতীতের পোলিও ও স্মল পক্স মহামারি আটকানোতে ভারতের সফলতার কথা উল্লেখ করেন।
রায়ান এদিন বলেন, ‘ভারত এর আগে দুটি মহামারির মোকাবিলা করেছে। ফলে, কোভিড ১৯ মহামারির মোকাবিলা করার ক্ষেত্রেও যথেষ্ট ক্ষমতা রয়েছে ভারতের।’ তবে একইসঙ্গে তিনি এও জানান, ‘ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিড ১৯। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারত ফলে পরিকাঠামোর উন্নতি ও আরও ল্যাবরেটরি প্রয়োজন রোগ নির্ণয় করতে।’
বিশ্ব জুড়ে কোভিড ১৯ এর থাবা ক্রমশ জোরালো হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দেশে ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই রোগ থেকে পরিত্রাণের উপায় এখনও খুঁজে পায়নি বিশ্ব। তবে রায়ান আশাবাদী, কোভিড ১৯ থেকে পৃথিবীকে মুক্ত করতে পথ দেখাবে ভারত। অতীতের মতো এক্ষেত্রেও ভারতের উপর বিশ্বাস রয়েছে তাঁর, এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্তা।
প্রসঙ্গত, ইতিমধ্যে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৩১২ জনের। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭২ হাজার ৫৫৭ জন। কোভিড ১৯ থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ১ হাজার ৩৭১ জন। অর্থাৎ মোট আক্রান্তের ৪ শতাংশ মারা গেলেও সেরে উঠেছেন ২৭ শতাংশের বেশি মানুষ।